ঢাকাকে হালকাভাবে নিচ্ছে না বরিশাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৯| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১২:১২
অ- অ+

টানা তিন ম্যাচ হেরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বেক্সিমকো ঢাকা। পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও তিন ম্যাচে একটি জয় পেয়েছে ফরচুন বরিশাল। নিজেদের চতুর্থ ম্যাচের আগে তলানিতে থাকা ঢাকাকে হালকাভাবে নিতে নারাজ বরিশাল।

বরিশালের তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো ফলাফল করা। হয়তো ওরা তিনটা ম্যাচ হেরেছে, কিন্তু এরকম না যে ওরা ঘুরে দাঁড়াতে পারবে না।’

হৃদয় তাই প্রতিপক্ষ নিয়ে না ভেবে পারফরম্যান্সেই মনোযোগ রাখছেন। টুর্নামেন্টে নিজেদের অবস্থান পোক্ত করতে জয়ের জন্য মরিয়া হয়ে আছে বরিশালও। হৃদয় জানান, ‘আমরা আসলে ওদিকে মনোযোগ না দিয়ে আমাদের দিকেই মনোযোগ রাখছি কিভাবে আমরা ম্যাচে ভালো খেলতে পারি। আমরা দুইটা ম্যাচ হেরেছি তাই এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বুধবার (০২ ডিসেম্বর) দুপুর দেড়টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা ও বরিশালের প্রথম লেগের ম্যাচ। ম্যাচে পরিবেশ-প্রকৃতির প্রভাব নিয়ে ভাবতে নারাজ হৃদয়, নিজেদের ব্যাটিং অর্ডারে চান বড় ইনিংস।

তিনি বলেন, ‘দুপুরের ম্যাচ বলুন আর রাতের ম্যাচের শিশির বলুন, আমাদের বিগত ম্যাচগুলোর অভিজ্ঞতা থেকে আমরা এখন বুঝতে পারি কি করা দরকার। বড় ইনিংস খেলতে পারলে যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করতে পারব।’

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা