আমি রাগী, মেজাজি নই: সালমান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:০০
অ- অ+

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে রাগী তারকা বোধহয় সালমান খান। সবারই জানা, ভাইজান যদি একবার রেগে যান তবে প্রলয় শুরু হয়ে যাবে। যে ব্যক্তি তাকে রাগাবে, সে পালানোর পথ খুঁজে পাবেন না। যার কারণে খুব সহজে কেউ তাকে ঘাঁটায় না। সালমানকে রাগিয়ে বা তার সঙ্গে পাঙ্গা নিয়ে বলিউডে ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এরকম উদাহরণ বহু আছে।

কিন্তু কেন সালমানের এতো রাগ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইজান তার রাগ ও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সালমানের দাবি, ‘আমার রাগ আছে সত্য, কিন্তু এটা খারাপ নয়। এই রাগই আমাকে একজন ভালো মানুষ তৈরি করে। তবে আমার মেজাজ নেই। মেজাজের সঙ্গে রাগকে গুলিয়ে ফেললে চলবে না।’

সালমানের কথায়, ‘মেজাজি হলে ছন্দপতন হয়। কোনো কারণ ছা়ড়াই অনেকে রাগে ফেটে পড়েন। আমি সেরকম নই। ভেতরে যতটা আগুন থাকা দরকার, ততটা রয়েছে আমার। তাতেই অন্যায়ের প্রতিবাদ করার জোর পাই। কোনো কিছুর পক্ষ-বিপক্ষ নেয়ার জন্য ওই রাগটা মনের ভেতরে থাকা দরকার। তাই আমি রাগটাকে নিজের মধ্যে থাকতে দেই।’

এদিকে, সালমান খানের সঙ্গে বলিউডের অন্যদের সম্পর্ক অনেকটা উপরে উপরে। হাউস পার্টিতে বা যেকোনো তারকা জমায়েতে তাকে খুব একটা দেখা যায় না। সাক্ষাৎকারে এটার রহস্যও জানালেন সালমান। তার কথা, ‘আমার অল্প কয়েকজন কাছের বন্ধু রয়েছে। বহু বছর ধরে তারাই রসদ জুগিয়েছে। নতুন করে আর গাঢ় বন্ধুত্ব হয় না কারো সঙ্গে।’

সালমান খান মনে করেন, ‘সম্পর্কের শুরুতে নতুন মানুষের সব কিছু ভালো লাগবে। কিন্তু ধীরে ধীরে তার ভুলগুলো চোখে পড়বে। তখন যদি আপনার নতুন বন্ধু সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে না পারেন, তাহলে সেই বন্ধুত্বের প্রয়োজন নেই।’

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা