করোনা শনাক্তে মুন্সীগঞ্জে অ্যান্টিজেন টেস্ট শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:২৫

করোনাভাইরাস শনাক্তে মুন্সীগঞ্জে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এই টেস্ট শুরু হয়।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট শহিদুল ইসলাম জানান, জেলায় অ্যান্টিজেন টেস্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫০০টি টেস্ট কিট পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী টেস্টের জন্য চার্জ নেওয়া হচ্ছে ১০০ টাকা করে। টেস্টের কার্যক্রম শুরু হলেও তাৎক্ষণিক কাউকে রেজাল্ট দেওয়া হচ্ছে না। কারণ এখানে টেস্টের স্যাম্পল নেওয়ার পর তা অনলাইনের মাধ্যমে আইইডিসিআর এ পাঠানো হবে। সেখানে স্যাম্পলগুলো আরটিপিসিআর এর মাধ্যমে পরীক্ষা করা হবে। এরপর দুই টেস্টের রেজাল্ট নিশ্চিত হয়ে তা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে রোগীদের জানিয়ে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :