চিনিকল বন্ধের প্রতিবাদে কেরু অ্যান্ড কোং এ বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩০ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১৪:৫৩

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কেরু চিনিকল শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির চত্বরে বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশনের ঘোষিত এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, লাখ লাখ মানুষের রুটি-রুজির হাতিয়ার চিনিকলগুলো এদেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সুতরাং চিনিকল বন্ধ করার সকল অপতৎপরতা প্রতিহত করা হবে। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা তাদের নিজ নিজ কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এরপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন কেরু চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি তৈয়ব হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।

ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :