হিলিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:২০

দিনাজপুরের হিলিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পোনে ২টায় হাকিমপুর উপজেলার হিলি বোয়াদাড়ের নওনা পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার নজরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, হিলি থেকে মোটরসাইকেল যোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড়ের নওনাপাড়া নামক স্থানে অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। পরে সুরতহাল শেষে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে রাশ দুটো হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘাতক পিকআপটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বরেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :