নির্ধারিত সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিন

ডা. নুসরাত সুলতানা
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা নিয়ে বহু গুজব আর নেতিবাচকতার পর সফলভাবে টিকাদান কর্মসূচী পালিত হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন।

এরই মাঝে দ্বিতীয় ডোজ ১ মাস না ৩ মাস পর নিলে ভালো হয় তা নিয়েও এখন অনেকে উদ্বিগ্ন।

টিকার দ্বিতিয় ডোজ ১ মাস পর দিলে ৫৪ শতাংশ ও ৩ মাস পরে ৮২ শতাংশ কার্যকর, এই তথ্যটিই দুশ্চিন্তার কারণ। সকলের অবগতির জন্য বলছি, এই তথ্যটির উৎস হচ্ছে ল্যান্সেটের একটি প্রি-প্রিন্ট পেপার, যা এখন ও Peer reviewed হয়নি। এছাড়া অতি নগন্য সংখ্যক নমুনার (৬ সপ্তাহের নিচে ৩৫ জন আর ১২ সপ্তাহের পর মাত্র ৮ জন) উপর ভিত্তি করে এমন সিদ্ধান্তে আসা অবাস্তব।

এই রিসার্চেই তারা দেখেছেন ১ম দেয়ার পর ৩ মাস পর্যন্ত কার্যকর এন্টিবডি থাকে। তাই দুটি ডোজের মধ্যবর্তী সময় বাড়ানো গেলে অধিক সংখ্যক মানুষকে প্রথম ডোজ দেয়া যাবে এবং দ্বিতীয় ডোজ তৈরির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে বলে ইংল্যান্ড ৩ মাস পর দ্বিতীয় ডোজ দেয়ার প্রস্তাব করেছে।

বেশিরভাগ ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ ১ মাস পর। তাই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একমাস পর নির্ধারিত সময়ে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিন। আল্লাহ আমাদের সহায় হোন।

লেখক: সহকারী অধ্যাপক, ভাইরোলজী বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :