ঈদের আগেই ঈদ

রেজাউল মাসুদ
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১০:২৩
অ- অ+

দুদিন পর ঈদ। আনন্দ উৎসবের আমেজে রয়েছে পরিবারটি। আজ রাত ৮ টায় ট্রিপল নাইনের অভিযোগের কলে হঠাৎ পুলিশের একটি টিম ছুটে আসে সে বাসায়। গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে। অভিযোগ গুরুতর। সত্য মিথ্যা যাচাই পরে। এলাকাবাসীর ব্যাপক অভিযোগ।

তিনি আমার নিকট আত্মীয় আপনজন। আমাকে জানানো হয় তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে। তার সমূহ বিপদ থেকে উদ্ধার করতে আমার নিকট ফরিয়াদ জানানো হয়। চোখের সামনে আমি দেখতে পাচ্ছিলাম তিনি একটা মামলার আসামি হতে যাচ্ছেন। অজামিন যোগ্য ধারায় ২-৩ মাসের মধ্যে জেল থেকে জামিনেও বের হতে পারবে না এমন কিছু ঘটতে যাচ্ছে। তার স্ত্রী ছেলে মেয়ে পরিবার আপনজনের কাছে তিনি তুচ্ছ হতে যাচ্ছেন। এলাকায় তিনি মান সম্মান খোওয়াতে যাচ্ছেন। তার সামনে আকাশ ভেঙ্গে পড়ার মতো বিপদ দেখতেছিলাম।

ঘটনার সত্যতা কিছু থাকলেও বেশিরভাগই মিথ্যা। আমার মনে প্রথমে যে বিষয়টি এলো তাকে উদ্ধার করতে হবে তাকে বাঁচাতে হবে। আমি আজ রাত সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এদিক সেদিক চারদিকে দৌড়ালাম। একজন মানুষ, একটা পরিবারের মান-সম্মান রক্ষার জন্য দিকবিদিক ছুটলাম। এত বছর চাকুরির পর আজ যেন এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ হলাম। জীবনের কোন পরীক্ষায় ফেইল করিনি আজকে কি তাই হবে?

অবশেষে উত্তীর্ণ হলাম। একটা পরিবারের মুখে হাসি ফুটাতে পারলাম। জীবনে এর চেয়ে আর বেশি কি চাই!! আমার কাছে এ যেন ঈদের আগেই ঈদ।

লেখক: পুলিশ কর্মকর্তা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা