৮ নং গাড়িতে ভাড়ার নৈরাজ্য রুখবে কে? ২৮ টাকার ভাড়া ৪০ টাকা দিতে হবে কেন?

শহিদুল ইসলাম কবির
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৪২

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত যে পরিবহন চলছে তাকে ৮ নং বাস বলে সকলেই চিনে। এ পরিবহনটির বর্তমান রুট নং এ-১৮৮, এ-১৯০। তারা সরকার নির্ধারিত ভাড়ার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে নিজেদের খেয়াল খুশি মতো বিভিন্নভাবে যাত্রীদেরকে বাধ্য করে অতিরিক্ত ভাড়া দিতে।

উদাহরণ হিসেবে বলা যায় যাত্রাবাড়ী থেকে পুরানা পল্টন পর্যন্ত অন্য বাসে ভাড়া ১০ টাকা হলেও তাঁদেরকে দিতে হয় ১৫, ২০ টাকা।

আজ ২৩ এপ্রিল, সকালে, আমি যাত্রাবাড়ী থেকে শ্যামলী যাবার জন্য উল্লেখিত ৮ নং পরিবহনের গাড়ীতে উঠেছি। কন্টাক্টর এসে যখন ভাড়া চাইলো আমি ৩০ টাকা বের করে দিলাম। তখন কন্ট্রাক্টর বললো যাত্রাবাড়ী থেকে শ্যামলীর ভাড়া ৪০ টাকা।

পরবর্তীতে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যাত্রাবাড়ী থেকে শ্যামলীর দূরত্ব ১১.৭ কিলোমিটার। বর্তমানে সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৩ পয়সার মতো।

তাতে ভাড়া হয় ১১.৭×২.৪৩= ২৮.৪৩১ টাকা ভাড়া। নির্ধারিত ভাড়ার চেয়ে আমি প্রায় ১.৫০ টাকা বেশি দিবার পরেও তারা অতিরিক্ত আরো ১০ টাকা দাবী করে দাঁড়িয়ে আছে।

কন্টাক্টর এর কাছে ভাড়ার হিসেব চাইলে বললো আমি জানিনা আপনি ড্রাইভার এর কাছে জিজ্ঞেস করেন। অন্যথায় শাহবাগ পর্যন্ত ২০ টাকা দিয়ে নেমে যান। এর কিছুক্ষণ পরে আমার দেয়া ৩০ টাকা নিয়ে স্পষ্ট বলে দিলো ৩০ টাকায় গেলে ট্রান্স সিলভায় যাবেন। ৮ নম্বর পরিবহনে উঠলে ৪০ টাকা ভাড়া দিতে হবে।

কথা হলো সরকার সর্বসাধারণের জন্য একই ভাড়া নির্ধারণ করে দেয়ার পরেও ৮ নং পরিবহন গাবতলী পরিবহন ও ট্টান্স সিলভায় ভাড়া ব্যাতিক্রম কেন? এগুলো কি দেখার কেউ নেই? স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ কি যেমন খুশি তেমন চলবে? সাধারণ নিরীহ মানুষের অতিরিক্ত ভাড়া দেয়া বন্ধ হবে কবে?

শহিদুল ইসলাম কবির: সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :