খিলগাঁও ক্রসিংয়ে নামা আনু মুহাম্মদের ভুল ছিল, অন্যায় ছিল না

সুমন রহমান
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ০৮:২৮
অ- অ+

তীব্র অসহনীয় গরম আর মানুষে ঠাসা ট্রেন থেকে আনু মুহাম্মদ খিলগাঁও ক্রসিং- নেমে যেতে চেয়েছিলেন এটি হয়ত তাঁর ভুল ছিল, অন্যায় ছিল না অন্যায়টা করেছে, এবং করে যাচ্ছে, বাংলাদেশ রেলওয়ে কমলাপুরে আসা প্রায় প্রতিটা ট্রেন খিলগাঁ রেলক্রসিং- থামে বছরের পর বছর রেলওয়ে তার যাত্রীদের এমন ঝুঁকিপূর্ণ জায়গায় নামতে প্ররোচিত করে আসছে এই প্ররোচনার ফাঁদে আপনি-আমি সবাই পা দিয়েছি জীবনের বিভিন্ন সময়ে আমাদের কপাল আনু মুহাম্মদের চেয়ে ভাল ছিল তাই লম্বা লম্বা নৈতিক বাণী ঝাড়ার অবকাশ পাইতেছি!

ফেসবুক-বুদ্ধিজীবীরা কাউরেই ক্ষমা করবেন না বোঝা যাচ্ছে! আনু মুহাম্মদকে নিয়ে এই এক মুশকিল! তাঁর কোনো ভিডিও ফাঁস হয় না, বাগানবাড়ি কিংবা প্লট পাওয়া যায় না তাঁর নামে, অদ্ভূত এক লোক! বছরের পর বছর গোঁয়ারের মত ঠেলতে ঠেলতে জগদ্দল পাথরটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে চাইছে বেশ! এবার তাঁকে সমতলে নামানোর মওকা পাওয়া গেছে! স্টেশন ছাড়া ট্রেন থেকে নামতে গেলেন কেন?

অথচ কাউকেই বলতে শুনলাম না যে, অন্যায়টা বাংলাদেশ রেলওয়ে করেছে তার কতিপয় কর্মচারিরা বছরের পর বছর ধরে করছে আনু মুহাম্মদ নন তিনি রেলওয়ের এই অনিয়ম-অন্যায়ের ভিক্টিম মাত্র

এখন এই তো বলবেন যে, আনু মুহাম্মদের মত লোক এমন ভিক্টিম হবেন কেন? জ্বি জনাব, সুপারম্যানদেরও ভুল হয় মোমেন্টারি ল্যাপস অব রিজন

আনু মুহাম্মদ আমাদের সুপারম্যান তাঁর এই দুর্ঘটনাকে আপনার ব্যক্তিগত সামাজিক জীবনের দুর্ভাগ্য হিসেবে পড়তে শিখুন যদি পারেন

লেখক: লেখক গবেষক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা