আহমেদাবাদের উইকেট নিয়ে রুটের অসন্তোষ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০

মাত্র দুই দিনেই আহমেদাবাদে শেষ হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি। স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মত। তবে শেষ হাসি হেসেছে ভারতের। স্বাগতিক দলের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবীচন্দ্রন অশ্বিনের ঘুর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করে ১০ উইকেটে ম্যাচ হারে ইংল্যান্ড।

তবে দুদিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আহমেদাবাদের উইকেট নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। আহমেদাবাদের উইকেট খতিয়ে দেখতে বললেন ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। বৃহস্পতিবার ম্যাচ শেষে রুট বলেন, ‘আমি ৫ উইকেট নিয়েছি। এতেই বোঝা যাচ্ছে, উইকেট কেমন ছিল!’

তিনি আরো বলেন, ‘দারুণ সব খেলোয়াড় থাকার পরও তারা অংশ নিতে পারছে না। ইশান্তের শততম টেস্ট, কিন্ত সে খুব বেশি বল করতে পারেনি। জ্যাসপ্রীত বুমরাহ, জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চাররা বিশ্বের সেরা বোলার। কিন্তু আমরা তাদের খেলা দেখার সুযোগ পেলাম না। সব সময় ঘরের সুবিধা হতে পারে, এটি লজ্জার বিষয়। এই বিষয়ে আইসিসির হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। এই উইকেট নিয়ে আইসিসির চিন্তাভাবনা করা উচিত।’

রুট বলেন, ‘ঘরের মাঠের সুবিধা থাকতে হবে, এটিই স্বাভাবিক। কারণ এটি টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের অংশ। কিন্তু যদি দুদিনে টেস্ট শেষ হয়, তবে সেটি ভালো দিক নয়। আপনাকে বিশ্বের দারুণ সব জায়গায় খেলতে হবে এবং ভিন্ন উপায় খুঁজে আপনার খেলার উন্নতি করা শিখতে হবে। আপনি যদি ধারাবাহিকভাবে ভালো করতে চান তাহলে এমন উইকেটে খেলার উপায় বের করতে হবে, যেখানে টেস্ট ম্যাচ পাঁচ দিনই জমজমাট থাকবে। এটি পেসারদের জন্য ভালো উইকেট নয়।’

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :