ট্রলিচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬

মাটিবাহী ট্রলিচাপায় সাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে সাতক্ষীরা শহরের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুই শ্রমিক বাইসাইকেলে সাতক্ষীরা থেকে শহরের বেলেরপাতা এলাকায় যাচ্ছিলেন।
এসময় শহরের তালতলা এলাকায় বিপরীতমুখী একটি মাটিবাহী ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থল একজনের মৃত্যু হয়।
এসময় আহত অপর আরোহীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেআর)

মন্তব্য করুন