তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৪:৩৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (১৮) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের গ্রীন কেয়ার নামে চা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পঞ্চগড় শহরের মসজিদ পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই চা কারখানায় রঙমিস্ত্রির কাজ করছিলেন শাকিল। এসময় কারখানার উপরে উঠলে উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে তার মাথা লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে আটকে যান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় কারখানার লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :