কলাপাড়ায় সাংবাদিকদের কলম বিরতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ২০:০৯
অ- অ+

দেশব্যাপী সাংবাদিকদের উপর চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে কলাপাড়ার গণমাধ্যমকর্মীরা। সকাল থেকে কলাপাড়া প্রেসক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার আয়োজিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এই কর্মসূচিতে সবাই অংশ নেন। এ সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীসহ সব সাংবাদিক নির্যাতনকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নয়তো কর্মসূচি অব্যাহত রেখে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকরা।

কর্মসূচিতে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সভাপতি এএম মিজানুর রহমান বুলেট।

কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা