‘পরিবারের নারীদের দিকে তাকালেই নারীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে’

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৯:০২
অ- অ+

‘আমাদের পরিবারের নারীদের দিকে তাকালেই নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবে এবং নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা একবারেই কমে আসবে।

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে (জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ) এক আলোচনা সভায় বক্তারা এসব বলেন। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, ‘বিশ্বের উন্নয়নে নারীর অবদান স্বীকৃত। দেশে প্রতিবছর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ অনেকাংশে বেড়েই যাচ্ছে যা আমাদের নারী আন্দোলনের ফল। বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও অধিকার আদায়-নিশ্চিতকরণে বিশ্বের দরবারে প্রসংশা কুড়িয়েছে। তবে দেশে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত হলে নারীরা আরও অনেক এগিয়ে যাবে। এক্ষেত্রে দেশের সরকারসহ আমাদের সকলের উচিৎ নারীদের আরও সুযোগ সৃষ্টি করে দেওয়া।’

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে.এম হোসেন আলী হাসান, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনির হোসেন, বাংলাদেশ আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা হাসান হেনা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব আক্তারুজ্জামান ভূইয়া, এন.এস.আই যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীমা ইয়াসমিন রিমা, সুখ-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, ব্রাকের সমন্বয়কারী রইস উদ্দিন প্রমুখ। এসময় সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও ছিলেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা