করোনার ছোবলে গৃহবন্দি রণবীর কাপুর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২১, ১২:৩৬
অ- অ+

ভারতের মুম্বাইয়ে আবারও বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। গুঞ্জন উঠেছে, বলিউড অভিনেতা রণবীর কাপুর এই মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে কয়েকদিন ধরে তিনি নিজেকে মুম্বাইয়ের বাড়িতে গৃহবন্দি করে রেখেছেন বলেও রটে গেছে।

যদিও এমন গুঞ্জনের ব্যাপারে অভিনেতা রণবীর বা তার পরিবারের কোনো সদস্য কোনো মন্তব্য করেননি। সোশ্যাল মিডিয়ায়ও কিছু প্রকাশ করেননি। তবে মুখ খুলেছেন রণবীরের বড় চাচা অর্থাৎ কারিনা ও কারিশমা কাপুরের বাবা রণধীর কাপুর।

ভাইপোর অসুস্থতার ব্যাপারে প্রবীণ এই অভিনেতা জানিয়েছেন, ‘রণবীর ভালো নেই। ও বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে একা রয়েছে। ওর কী হয়েছে বুঝতে পারছি না।’ অর্থাৎ রণবীর করোনায় আক্রান্ত কি না, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তার চাচা রণধীর কাপুরও।

এর আগে গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হন রণবীরের মা নীতু কাপুর। পাঞ্জাবে ‘যুগ যুগ জিয়ো’ নামে একটি ছবির শুটিংয়ে গিয়ে এই মহামারি ভাইরাসের কবলে পড়েন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নীতু। তবে শিগগিরই সুস্থ হয়ে আবার শুটিং ফ্লোরে ফিরে আসেন অভিনেত্রী।

ঢাকাটাইমস/০৯মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা