মুন্সীগঞ্জে ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২১, ১৯:৪৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদী থেকে পাতানো অবস্থায় ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মাওয়া কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ৩টা পর্যন্ত পদ্মা নদীর শিমুলিয়া, মাঝির চর, কুলিকালচর, দুবলারচর, টেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসময় একটি মাছ ধরার নৌকা থেকে ৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। বিকাল ৫টার দিকে জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

মাওয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আসমাদুল ইসলাম জানান, ভোর রাতে এবং দিনের বেলা নদীতে কারেন্ট জাল পেতে অসাধু জেলেরা কাছাকাছি চরে অবস্থান করছি। এমন খবর পেয়ে ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়। তবে কোস্টগার্ড-এর উপস্থিত টের পেলে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে বিকালে জাটকা মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেয়া হয়। এছাড়া মৎস অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের কমান্ডার ইমাম আজাদ, কম্পোজিট স্টেশান মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ার, মৎস্য অফিসের প্রতিনিধি ইসমাইল হোসেনসহ কোস্ট গার্ডের সদস্যরা।

(ঢাকাটাইমস/১১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :