ডব্লিউএফআরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২১, ১৭:৪৯

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পাইকারি পোশাক বিপণনকারী প্রতিষ্ঠান হোল সেল ফর রিটেইলার (ডব্লিউএফআর)।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের সাত নম্বর রোডের একটি বাড়িতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ওয়েস্টের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম ডব্লিউএফআরের উদ্বোধন করেন।

সারা দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নতমানের গার্মেন্ট পোশাক পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ডব্লিউএফআর-এর কর্ণধার মলয় কুমার দেবদাস ঢাকাটাইমসকে বলেন, আমরা দেশের প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নতমানের কাপড়ের পোশাক পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। শহরের মানুষের মতো যেনো গ্রামের মানুষেরা উন্নত ও আধুনিক ডিজাইনে পোশাক পরতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছি। এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে প্রায় তিন হাজার প্রতিষ্ঠানে আমাদের উৎপাদিত পণ্য পাওয়া যাচ্ছে। সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত বা খেটে খাওয়া সাধারণ মানুষ যেনো উন্নতমানের পোশাক পরতে পারে সে লক্ষেই কাজ করছি।

মলয় কুমার আরও বলেন, সারাদেশে হোলসেল ফর রিটেইলার (ডব্লিউএফআর) মার্কেটিং নেটওয়ার্ক রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন কাপড় ব্যবসায়ীর কাছে সহজে আমাদের পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। সার্বক্ষণিক কল সেন্টারে সুবিধার পাশাপাশি অনলাইনে ডব্লিউএফআর এর কালেকশনে থাকা বিভিন্ন পোশাকে পছন্দের ডিজাইন অর্ডার করতে পারবেন। আমরা মূলত পাইকার হিসেবে ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করার উদ্দেশ্যে কাজ করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জিসানুল হক, ডব্লিউএফআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা বিভিন্ন জেলার কাপড় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২০ মার্চ/ এআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :