১০৯৭ নিবন্ধনধারীর নিয়োগে বাধা কাটাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২১, ২১:৪৬
অ- অ+

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিরুদ্ধে রায় অমান্য করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন ১ হাজার ৯৭ জন নিবন্ধনধারী। যারা ১ম থেকে ১২ তম শিক্ষক নিবন্ধনধারী ছিলেন । শুনানি শেষে এই নিবন্ধনধারীদের আবেদন গ্রহণ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে এনটিআরসিএকে নির্দেশ দেয় হাইকোর্ট। গত ৮ মার্চ এ আদেশ দেন আদালত। এরপর ২১ মার্চ রায়ের কপি পাঠানো হয় সংশ্লিষ্ট দফতরে।

শনিবার এ বিষয়টি ঢাকাটাইমসকে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মাদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

তিনি বলেন, রায়ের কপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে ১ হাজার ৯৭ নিবন্ধনধারীকে নিয়োগ দিতে বলা হয়েছে। এর আগে গত ৮ মার্চ দেয়া নির্দেশনায় নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে বলেছেন আদালত। ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে আদেশটি।

আদালতের এ নির্দেশনার ফলে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদেরকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের সুপারিশ করতে আর কোনো বাঁধা রইল না।

জানা গেছে, নিবন্ধনধারী এই ১ হাজার ৯৭ জন শিক্ষক ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। তবে সংক্ষুব্ধের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক আগেই নিয়োগ পেয়েছিলেন। বাকিদের সুপারিশ না করে ঝুলিয়ে রাখায় বঞ্চিতদের পক্ষে এনটিআরসিএ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

গত ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি মামুনন রহমান রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ওইদিন আইনজীবীরা জানান, মূলত হাইকোর্টের পূর্বের রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার মামলার শুনানি নিয়ে এসব আদেশ দেয়া হয়। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এনটিআরসিএ এর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এই সময়ে আদালত অবমাননার বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা শিক্ষক নিয়োগ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না বলেও আদেশ দেয়া হয়।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা দেয়া হয়। তার মধ্যে সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করতে নির্দেশ দেয়া হয়। প্রায় ১৬ হাজার নিবন্ধনধারী ১৬৬টি রিট করেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এআইএম/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা