বিমা খাতের ৯৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১৫:৪২

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে খারাপের দিকে যাওয়ায় লকডাউন ঘোষণা করেছে সরকার। ব্যাংকের সাথে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনর সময় পরিবর্তন হয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে দুই ঘন্টার লেনদেনে সবগুলো খাতকে পেছনে পেলে সবার শীর্ষে উঠে এসেছে বিমা খাত। মঙ্গলবার (০৬ এপ্রিল) খাতটিতে দর বেড়েছে ৯৩ শতাংশ বা ৪৩টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিমা খাতে দর কমেছে দুই শতাংশ বা একটি কোম্পানির শেয়ারের। দর অপরিবর্তিত রয়েছে চার শতাংশ বা দুইটি কোম্পানির শেয়ারের।

দিন শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা দশটি কোম্পানির মধ্যে দশটিই বা শতভাগ কোম্পানিই বিমা খাতের। এর মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ৩.৬০ টাকা। দিন শেষে কোম্পানিটির পাঁচ লাখ ৪২ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য দুই কোটি ১৩ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামি ইন্সুরেন্স লিমিটেড দর বেড়েছে ১০ শতাংশ বা ৩.১০ টাকা। দিন শেষে কোম্পানিটির তিন লাখ ১৮ হাজার ৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য এক কোটি সাত লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪.১০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৫ শতাংশ বা ৭.৯০ টাকা। কোম্পানিটি চার লাথ সাত হাজার ৬২৫টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ টাকা ৩০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফেডেরাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড ৯.৯৪ শতাংশ, পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৪ শতাংশ, জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৩ শতাংশ, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৮৯ শতাংশ এবং রিপাবলিক ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৮৮ শতাংশ।

এদিন ব্লক মার্কেটে ২৩টি কোম্পানির ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। এর মধ্যে বিমা খাতের পাঁচ কোম্পানি ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি ১৫ কোটি ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে।

এছাড়াও, এশিয়া ইন্সুরেন্স লিমিটেড ৪৯ লাখ টাকার। বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ২৯ লাখ ছয় হাজার টাকার। পাইওনির ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৬৩ লাখ ৯৩ হাজার টাকা। ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ ৬০ হাজার টাকা শেয়ার লেনদেন করেনে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এসআই/আরএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :