হবিগঞ্জে তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ০৮:৪২
অ- অ+

বাহুবলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রশিদপুরে বড়গাঁওয়ে ওই তেল শোধনাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, রাত পৌনে ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও চার হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছে। দীর্ঘ চেষ্টা চালিয়ে রাত পৌনে ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা