লকডাউনে বিমা কোম্পানি বন্ধ থাকবে: আইডিআরএ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৭:৪২
অ- অ+

সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনে বুধবার থেকে আগামী এক সপ্তাহ বিমা খাতের সকল অফিস বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন।

তিনি বলেন, চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই নির্দেশনা অনুসারে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিমা খাতও বন্ধ রাখার কথা। তবে ব্যাংকের সাথে বিমা কোম্পানির সম্পর্ক থাকায় গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

দলিল উদ্দিন বলেন, ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার পর বিমা কোম্পানির অফিস আর খোলা রাখার প্রয়োজন নেই। তাই সরকারের নির্দেশনা অনুসারে বন্ধ থাকবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির অফিস। এজন্য আলাদাভাবে কোনো নির্দেশনাও জারি করা হবে না।

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা ছাড়া সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। অন্যদিকে ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/আরএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা