ফায়ার সার্ভিস সদরদপ্তর পরিদর্শনে সুরক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৮:৪৫| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৯:৩০
অ- অ+

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদরদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।

মঙ্গলবার সকালে সেখানে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন তাকে স্বাগত জানান। এসময় অগ্নিসেনাদের একটি চৌকস দল সুরক্ষা সচিবকে সশ্রদ্ধ অভিবাদ জানায়।

পরে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সুরক্ষা সচিব। কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। অপারেশনাল কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজের প্রশংসা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন সুরক্ষা সচিব। সরকারের চলমান উন্নয়ন সুবিধার আওতায় ফায়ার সার্ভিস থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (অগ্নি অনুবিভাগ) মল্লিক সাঈদ মাহবুব ও সচিবের একান্ত সচিব আরিফ আহমদ উপস্থিত ছিলেন।

৪ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব করা হয়। সরকারি চাকিরর মেয়াদ শেষ হওয়ায় সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব শহিদুজ্জামানকে গত ৩ এপ্রিল অবসর-উত্তর ছুটিতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা