সম্পর্ক উন্নয়নে সৌদি-ইরানের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৭:২৭

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চার বছর পর গোপনে বৈঠক করেছেন সৌদি আরব ও ইরান। দুই বৈরি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পর্ক মেরামতের লক্ষ্যে এই ইরাকে বৈঠকে মিলিত হন বলে খবর বেরিয়েছে।

যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পকে হারিয়েছে রিয়াদ। জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী। সৌদি আরও, ইসরায়েল এই আলোচনার প্রবল বিরোধীতা করছে। এর মধ্যেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরবের বৈঠকের খবর এলো।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, গত ৯ এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের কর্মকর্তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের হামলার বিষয়েও আলোচনা হয়।

একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই আলোচনাটি ছিল ইতিবাচক। তবে রয়টার্স নিউজ এজেন্সির পক্ষ থেকে বিষয়টি নিয়ে উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া মেলেনি।

তবে আরব নিউজ সৌদি আরবের একজন ঊর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে খবর প্রকাশ করেছে।

এর আগে ২০১৯ সালে ইরানের সঙ্গে সৌদি আরব আলোচনার জন্য মধ্যস্থতাকারী খুঁজছে বলে খবর বেরিয়েছিল। এ বিষয়ে মিডল ইস্ট আই জানায়, ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিকে সৌদি আরব ইরানের সঙ্গে বৈঠক আয়োজনের সবুজ সংকেত দিয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

এই বিভাগের সব খবর

শিরোনাম :