যশোর জেনারেল হাসপাতালে ‘প্রতারক’ আটক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৭:১০
অ- অ+

যশোর জেনারেল হাসপাতাল থেকে রোগীর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় আব্দুর মান্নান নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকাল নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মান্নানের বাড়ি বাগেরহাট জেলা সদরের গোলাপকাঠি গ্রামে। তিনি যশোর শহরতলীর ধর্মতলার আব্দুল আজিজের বাড়ির ভাড়াটিয়া।

হাসপাতালের বিভিন্ন সূত্রের বরাতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক( এসআই) শংকরকুমার বিশ্বাস জানান, আব্দুল মান্নান যশোরে চিহ্নিত দালাল ও একজন প্রতারক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালসহ শহরের বিভিন্ন জায়গায় ওত পেতে থাকেন। সুযোগ বুঝে গ্রাম থেকে আসা গরিব অসহায় রোগীদের চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন এবং গ্রাম থেকে আসা সাধারণ মানুষের নিকট থেকে বিভিন্ন কাজ করে দেবার কথা বলে টাকা হাতিয়ে নেয় এই প্রতারক। সকালে কুমিল্লার আবু আইসুফ আলী নামে এক ব্যাক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় মান্নানকে আটক করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই প্রতারকের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা