করোনা সংকটে অসহায় মানুষের পাশে নড়াইল যুবলীগ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২১, ২১:০৯
অ- অ+

নড়াইল জেলা যুবলীগের আয়োজনে শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার এবং মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের রূপগঞ্জ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, নড়াইল পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক জেলা পরিষদ সদস্য হাদিউজ্জামান হাদি, যুবলীগ নেতা ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, তরিকুল বিশ্বাস, মহসিন উদ্দিন প্রমুখ।

জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান বলেন, করোনার প্রাদুর্ভাবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুপ্রেরণায় পবিত্র রমজানে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। মাসব্যাপী আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা