ট্রাকচাপায় ইমাম নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ২২:০২
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে ইটভর্তি ট্র্রাকের চাপায় আহত রুহুল আমীন ওরফে মতিন (৫২) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মতিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা মোল্লা বাড়ি মসজিদে ইমামতি করতেন। তার পৈতৃক নিবাস পটুয়াখালী জেলায় হলেও তিনি সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বাড়ি করে সপরিবারে বসবাস করতেন।

নিহতের স্বজন হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সুদক্ষিরা মসজিদ থেকে ফজরের নামাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই সড়কের বাস্তা বাসস্ট্যান্ডে পৌঁছলে ইটভর্তি ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা