ধামইরহাটে ৩৮ ইয়াবাসহ ছাত্র নেতা আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ২২:২৩
অ- অ+

নওগাঁর ধামইরহাটে ৩৮টি ইয়াবাসহ মেহেদী হাসান (২৮) নামে ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

মেহেদী হাসান ইসবপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র। তিনি ইসবপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

শনিবার রাত ৮টায় উপজেলার নানাইচ পাগল দেওয়ান মোড়ে গোপন সংবাদে অভিযান চালিয়ে ছাত্রনেতা মেহেদী হাসানকে ৩৮টি ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন বলেন, ২০১৯ সালে অক্টোবরে আমাদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ওই ইউনিয়ন কমিটি বেশ কয়েক বছর আগে গঠন করা হয়েছিল। বর্তমানে করোনা ভাইরাসের কারণে ওই ইউনিয়নের কমিটি গঠন স্থগিত হয়ে আছে। সাংগঠনিক পরিপন্থি’ বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগে গত এক বছর আগে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না। সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আবদুল মমিন জানান, মেহেদী হাসানের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৩৮টি ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এসময় কৌশলে অপর যুবক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা