ত্রিশালে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২১, ২১:৩৬
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে পাঁচপাড়া মারকাজুল হিদায়াহ মাদ্রাসার পরিচালক মুফতি ফরিদ আহম্মেদকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে ওসি মাঈন উদ্দিন বলেন, হালুয়াঘাট উপজেলার ধোপাগুছিনা গ্রামের এক শিশু ওই মাদ্রাসায় থাকত। লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসা ছুটি ছিল। মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদ্রাসায় থাকতেন। শিশুটি ২১ এপ্রিল থেকে মাদ্রাসায় থাকাকালে মুফতি ফরিদ আহম্মেদ প্রায় দিনই তাকে বলাৎকার করতেন। ঘটনার দিন গত ৮ মে রাত ১১টার দিকে মুফতি ফরিদ আহম্মেদ শিশুটিকে পায়ুপথে ধর্ষণ করতে চাইলে তাওহীদ বাধা দিলে হুজুর ভয় দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘর হতে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে ত্রিশাল থানা পুলিশের উপ- পরিদর্শক (নিঃ) আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার জবানবন্দি অনুযায়ী পুলিশ মাদ্রাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদকে আটক করে। পরে শিশুটির মা আনজুমান আরা হালুয়াঘাট থেকে সংবাদ পেয়ে এসে ত্রিশাল থানায় থানায় মামলা করেন।

আসামি মুফতি ফরিদ আহম্মেদকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় তিনি জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১০মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা