ত্রিশালে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক

ময়মনসিংহের ত্রিশালে পাঁচপাড়া মারকাজুল হিদায়াহ মাদ্রাসার পরিচালক মুফতি ফরিদ আহম্মেদকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ওসি মাঈন উদ্দিন বলেন, হালুয়াঘাট উপজেলার ধোপাগুছিনা গ্রামের এক শিশু ওই মাদ্রাসায় থাকত। লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসা ছুটি ছিল। মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদ্রাসায় থাকতেন। শিশুটি ২১ এপ্রিল থেকে মাদ্রাসায় থাকাকালে মুফতি ফরিদ আহম্মেদ প্রায় দিনই তাকে বলাৎকার করতেন। ঘটনার দিন গত ৮ মে রাত ১১টার দিকে মুফতি ফরিদ আহম্মেদ শিশুটিকে পায়ুপথে ধর্ষণ করতে চাইলে তাওহীদ বাধা দিলে হুজুর ভয় দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘর হতে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে ত্রিশাল থানা পুলিশের উপ- পরিদর্শক (নিঃ) আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার জবানবন্দি অনুযায়ী পুলিশ মাদ্রাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদকে আটক করে। পরে শিশুটির মা আনজুমান আরা হালুয়াঘাট থেকে সংবাদ পেয়ে এসে ত্রিশাল থানায় থানায় মামলা করেন।
আসামি মুফতি ফরিদ আহম্মেদকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় তিনি জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছেন।
(ঢাকাটাইমস/১০মে/এলএ)

মন্তব্য করুন