জি সিরিজের নতুন ফোন আনছে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২১, ১০:০৩
অ- অ+

জি সিরিজের নতুন দুই ফোন আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। মডেল নকিয়া জি১০ এবং নকিয়া জি ২০।

আসন্ন জি সিরিজের নকিয়া জি ১০ স্মার্টফোনে থাকবে একটি ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের ব্যবস্থা। এতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ মডেলের প্রসেসর থাকবে। যার সঙ্গে যুক্ত থাকবে ৩ জিবি এবং ৪ জিবি র‍্যাম।

স্টোরেজের জন্য থাকবে ৩২ জিবি এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ, যা ৫১২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। ক্যামেরার জন্য মিলতে পারে একটি ১৩ মেগাপিক্সেল ট্রিপিল রিয়ার ক্যামেরার এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

অন্যদিকে নকিয়া জি ২০ মডেলে থাকতে পারে এইচডি প্লাস ডিসপ্ল। স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

নকিয়া জি১০ ও নকিয়া জি ২০ ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। নকিয়া জি ২০ মডেলে থাকতে পারে একটি ৪৮ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা মডিউল।

(ঢাকাটাইমস/১৪মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা