ইন্টারন্যাশনাল কলিং কার্ড পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২১, ১৬:০১

রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাকিল, মো. নুরুল আলম ওরফে সুমন এবং মো. আবুল হোসেন।

শুক্রবার রাত আটটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-২।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর দল জানতে পারে যে, আন্তর্জাতিক কলিং কার্ড পাচার চক্রের কিছু সদস্য প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ ইন্টার ন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) নিয়ে রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত মিরপুর রোড দিয়ে গাবতলী হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। পরে র‌্যাব-২ এর একটি দল গতকাল শুক্রবার রাত আটটার দিকে নিউমার্কেট থানার চন্দ্রিমা সুপার মার্কেট এলাকায় তল্লাশি চৌকি বসায়। ওই তল্লাশি চৌকি থেকে ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচকার্ড) পাচার চক্রের সদস্য সাকিল, নুরুল আলম ওরফে সুমন এবং আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকা দামের বিভিন্ন দেশের কলিং কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইন্টার ন্যাশনাল কলিং কার্ড বিভিন্ন দেশে পাচার করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচকার্ড) এর কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৫জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

এই বিভাগের সব খবর

শিরোনাম :