ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি নিচ্ছেন অক্ষয়!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ১২:৩০
অ- অ+

একটি সিনেমা করতে বলিউডের প্রথম সারির তারকারা কত টাকা পারিশ্রমিক নেন? ৪০, ৫০ বা ৬০ কোটি? হ্যা, অংকটা এমনই। আবার যদি বড় বাজেদের কোনো ছবির জন্য কোনো তারকা ৮০, ৯০ বা ১০০ কোটি টাকাও পারিশ্রমিক পান, তাতেও অবাক হওয়ার কিছু নেই।

কিন্তু কেউ যদি একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য এমন বড় অংকের পারিশ্রমিক পেয়ে থাকেন, সেটা একটু অবাক হওয়ারই বিষয়। তেমনই অবাক করলেন ‘বলিউড খিলাড়ি’ অক্ষয় কুমার।

খুব শিগগির ‘দ্য এন্ড’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করতে চলেছে এই অভিনেতার। সেই সিরিজে অভিনয়ের জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন ইন্ডাস্ট্রির প্রথম সারির এই নায়ক।

২০১৯ সালে ঘোষণা করা হয়েছিল অ্যাকশন-থ্রিলার এই সিরিজটির। তবে মাঝে সব বন্ধ ছিল। অক্ষয়ের সৌজন্যে আবার খবরে এল সিরিজটি। এটি প্রযোজনা করবেন বিক্রম মালহোত্রা। এ বছরের শেষে অথবা ২০২২ সালের প্রথম দিকে শুরু হবে সিরিজটির কাজ।

তবে এর থেকেও বড় খবর এই ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয় কুমার। ভারতীয় কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো অভিনেতাকে দেয়া সব থেকে বেশি পারিশ্রমিক এটি।

তবে এই খবরে সমালোচনা শুরু হয়েছে বক্স অফিসে। অনেকেই বলছেন, করোনা মহামারির এমন পরিস্থিতিতে ৯০ কোটি টাকা পারিশ্রমিক নেয়াটা উচিত নয়। অনেকে আবার বলছেন, করোনায় যত টাকা দান করেছেন বা রোগীদের জন্য খরচ করেছেন, তার ডবল তুলে নিলেন অক্ষয়। যদিও এসবের কোনো উত্তর দেননি খিলাড়ি।

ঢাকাটাইমস/২১জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা