সিংড়ায় দুঃস্থদের পাশে প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ১৯:৩৬
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আলহাজ্ব রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও এমএম সামিরুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ১২টি ওয়ার্ডে পাঁচ হাজার ৬২১টি দুঃস্থ পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় সাত হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা