ওষুধ খাতের চার কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৯:১৪| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:৪৮
অ- অ+

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ এবং রসায়ন খাতের ৩১টি কোম্পানির মধ্যে চার প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, চলতি বছরের জুন শেষে ওষুধ খাতের চারটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্যহারে বেড়েছে। এগুলো হলো- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের এবং সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। জুন মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হার ২২.৯৪ শতাংশ। যা মে মাস শেষে ছিল ১৩.৯৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৮.৩১ শতাংশ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। জুন শেষে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩৯.৭৫ শতাংশ। এক মাস আগে ছিলো ৩২.৮৯ শতাংশ। এছাড়াও স্পন্সারদের কাছে প্রতিষ্ঠানটির মালিকানা রয়েছে ৩০.২৯ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৯.৯৬ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হার জুন শেষে ১২.৮৭ শতাংশ। মে মাসে ছিল ৯. ৯৮ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৩.৮৯ শতাংশ ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ায় চতুর্থ স্থানে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। জুন শেষে ৩.৪৮ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হার দাঁড়িয়েছে ১৬.৯৬ শতাংশ। যা গত মে মাসে ছিল ১৩.৪৮ শতাংশ। তা জুন মাসে বেড়ে অবস্থান করছে ১৬.৯৬ শতাংশে। এছাড়াও স্পন্সারদের কাছে প্রতিষ্ঠানটির মালিকানা রয়েছে ২৫.৮৯ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৭.১৫ শতাংশ।

এছাড়াও, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.৪৭ শতাংশ, সালভো ফার্মাসিটিক্যালের ১.৩১ শতাংশ, সিলকো ফার্মাসিটিক্যালের ১.৩১ শতাংশ, এসিআই ফরমুলেশনের ০.৩০ শতাংশ, একটিভ ফাইনের ২.০৫ শতাংশ, বিকন ফার্মাসিটিক্যালের

০.৪৪ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিটিক্যালের ০.৩২ শতাংশ, গ্লোবাল হেব্বি কেমিক্যালের ০.৪৩ শতাংশ, ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের ০.১৭ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ০.৩৩ শতাংশ, লিবরা ইনফিউসিসের ০.৫০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ০.২৭ শতাংশ, সিলভা ফার্মাসিটিক্যালসের ০.২০ শতাংশ, রেক্কিট বেনকিজারের ০.৩৭ শতাংশ এবং স্কয়ার ফার্মাসিটিক্যালসের ০.০৭ শতাংশ।

(ঢাকাটাইমস/ ০৪আগষ্ট/ এসআই/ আরএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা