দাম বাড়ার শীর্ষে এডিএন টেলিকম

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক হাজার ৯৬ বারে ৪৮ লাখ ৩৩ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, ডমিনেজ স্টিল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ফুডস ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এসকেএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :