আড়াই কেজি টিউমার পেটে রেখে সিজারিয়ান অপারেশন!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অবস্থিত আলহেরা হাসাপাতালের বিরুদ্ধে আড়াই কেজি ওজনের টিউমার পেটে থাকার বিষয় গোপন রেখেই সিজারিয়ান অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শ্রীপুর থানায় এমন অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী মো. নুরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকার মৃত উসমান আলীর ছেলে নূরুল ইসলাম তার সন্তানসম্ভবা স্ত্রী তৃনা আক্তারকে গত আগস্ট মাসে আলহেরা হাসপাতালে গাইনি কনসালটেন্ট ডা. আয়েশা সিদ্দিকার অধীনে ভর্তি করায়। চিকিৎসকের পরামর্শে একাধিকবার তার স্ত্রীকে আল্ট্রাসনোগ্রাফ করানোর পর ৬০ হাজার টাকার চুক্তিতে গত ২৫ আগস্ট সিজার করানো হয়।

কয়েকদিন পরেই তার স্ত্রীর শরীরে অস্ত্রোপচারের জায়গা দিয়ে পানি পরে পচন শুরু হয়। টের পেয়ে তাৎক্ষণিক হাসপাতালের মালিক ডা. আবুল হোসেনকে জানালে তিনি বলেন তার স্ত্রীর পেটে আড়াই কেজি ওজনের টিউমার রয়েছে।

টিউমারের কথা আমাদের আগে কেনো জানানো হলো না? এটি পেটে রেখেই কিভাবে সিজার করা হলো? এছাড়া আগে কয়েকবার আল্ট্রাসনোগ্রাফ করে কী দেখেছেন- এসব প্রশ্নে টালবাহানা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগকারী নূরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আমার স্ত্রীর সিজারের স্থান এখানো শুকায়নি। পানি পরছে, অবস্থা ভালো না। হাসপাতালের মালিক আবুল হোসেনের কাছে গেলে অপমান করেন। ঘা শুকানোর দায়িত্ব তার নয় বলে জানান। তাই বাধ্য হয়ে সুবিচার পেতে থানায় অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে আলহেরা হাসপাতালে মালিক চিকিৎসক আবুল হোসেন বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। নবজাতকের সমান টিউমার পেটে আছে, আবার এদিকে সন্তান হওয়ার সময় হয়ে গেছে। তাই সন্তান ডেলিভারি করা হয়েছে। এখন সন্তান এবং সন্তানের মা উভয়ে সুস্থ আছে। আগে টিউমারের অপারেশন করলে সন্তান মারা যাওয়ার আশঙ্কা ছিল। কয়েকমাস পরে টিউমারের অপরাশেন করলেই ভালো হবে। এটা তেমন কিছ্ইু নয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন ও শ্রীপুর উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তারা। সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা