বাংলাদেশি ভ্রমণকারীদের ‘সুখবর’ দিল মালয়েশিয়া

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮
অ- অ+
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদী পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

প্রবেশের সময় মালয়েশিয়ার বৈধ ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।

পাশপাশি মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইন নীতিও অনুসরণ করতে হবে প্রবেশকারীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে, https://www.covid-19.moh.gov.my/

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত মে মাসে মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ অনেকটা কমে আসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা