দেশে এলো সিনোফার্মার আরও ৫০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩
অ- অ+
ফাইল ছবি

দেশে এলো চীনের কাছ থেকে বাণিজ্যিকভাবে কেনা আরও ৫০ লাখ ডোজ সিনোফার্মার করোনার টিকা। বুধবার দিবাগত রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে পাঁচ দিনে সিনোফার্মের এক কোটি ডোজ টিকা ঢাকায় এলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত শনিবার চীন থেকে ৫০ লাখ সিনোফার্মের টিকার একটি চালান দেশে পৌঁছায়।

জনসংখ্যার ৮০ শতাংশকে টিকা দিতে হলে প্রায় ১৩ কোটি মানুষের জন্য দুই ডোজ করে ২৬ কোটি টিকা লাগবে। এর মধ্যে টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের কাছ থেকে কেনা ও বিনা মূল্যে পাওয়া যাচ্ছে সাড়ে ১৬ কোটি টিকা। অবশিষ্ট সাড়ে ৯ কোটি টিকার মধ্যে চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ পাওনা রয়েছে ২ কোটি ৩০ লাখ টিকা। এর বাইরে ভারত ও চীনের কাছ থেকে বাংলাদেশ উপহার হিসেবে পেয়েছে ৭০ লাখ টিকা। সব মিলিয়ে বাংলাদেশ ২৭ কোটি টিকা পেতে যাচ্ছে।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা