বিএনপির ঐক্য এখন হাওয়ায় বিলীন: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১২
অ- অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ২০১৮ সালের আগেও আশপাশের মানুষদের নিয়ে ঐক্য সৃষ্টি করেছিলেন। সেই ঐক্য সৃষ্টি এখন হাওয়ায় বিলীন হয়ে গেছে। দেখা গেছে বিএনপির যাদেরকে নিয়ে ঐক্য সৃষ্টি করেছে এখন তাদের মাঝেই অনৈক্য সৃষ্টি হয়েছে।’

রবিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব মন্তব্য করেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা ঐক্যের ভিতরে অংশগ্রহণ করেছিলেন আজ তাদের বুকের ভিতর প্রচণ্ড অনৈক্যের মনোভাব। সেজন্য তাদের মাঝে ‘ঐক্যের প্রতিক্রিয়া’ নামে কিছু প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিদিনের নানা কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বিএনপির মধ্যে এক ধরনের বাজাবাজির প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। খালি কলসি যেমন বেশি বাজে, তেমনি বিএনপির নেতারা বেশি বাজে।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন বাবুল, শফিকুল ইসলাম, আকতার হোসেন খাঁন, গিয়াস উদ্দিন খাঁন প্রমুখ।

ড. হাছান বলেন, ‘সমগ্র বিশ্ব নেতৃবৃন্দ আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, জাতিসংঘ প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছে। আর বিএনপি নেতারা বলছেন, ভিন্ন কথা। কারণ তারা আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনার সাফল্য দেখেও দেখেন না, চোখ থাকতে অন্ধ, কান থাকতেও বধির। তারা শোনেও শোনেন না, বুঝেও বুঝেন না, দেখেও দেখেন না, বিএনপির অবস্থা হচ্ছে সেরকম।’

‘নির্বাচন খুব বেশি দিন বাকি নেই। দুবছরের একটু বেশি সময় পরেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা যদি সাংগঠনিক পুরো শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে ২০১৮ সালের মতোই ধ্বস নামানো বিজয় ইনশাল্লাহ আমাদের হবে।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা