শহীদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জ ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন এর ৩৭তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাংসদ মেহের আফরোজ চুমকি দলীয় নেতাকর্মীদের নিয়ে ময়েজউদ্দিনের বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে ও দোয়া করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ ইকবাল হোসেন সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফি মেহেদী হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাসিক মেয়র জাহাঙ্গীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন কনক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, এস এম আলমগীর হোসেন, শাহাবুদ্দীন আহমেদ, আতিকুর রহমান ফারুক আকন্দ, ওয়ালী উল্লাহ অলি প্রমুখ।

পরে সোমবার বিকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন- জানি না আপনাদের পাশে থেকে ভালো কাজ করতে পেরেছি কি না। পথটা খুব দুর্বল, খুব কঠিন। জাতির জনক বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছে।

চুমকি বলেন, মানুষ ও দেশের কল্যাণের জন্য জীবন বাজি রেখে আন্দোলন, সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু। একটি স্বাধীন দেশ ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। কিন্তু সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে তাকে হত্যা করা হলো। তিনি মানুষকে শিক্ষার আলো দেখিয়েছেন, তিনি বেঁচে থাকলে এ দেশ আজ আরও উন্নত হতো।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতাসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা