চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১২:১৮

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে এই দিবস পালন করা হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ ওরাও, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা।

আলোচনা সভায় উঠে আসে প্রত্যেক ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বেশি করায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামসহ চার ইউপি পরিষদকে পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :