ঠাকুরগাঁওয়ে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে যাওয়া গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১২:০৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় ঝলসে যাওয়া মৌসুমি আকতার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মৌসুমি আকতার উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের সাজেদুর রহমানের স্ত্রী ও আমজানখোর ইউনিয়নের মমিনটলা গ্রামের সমির উদ্দীনের মেয়ে।

মৃত্যুর পর হাসপাতালে লাশ ও এক মাসের ছেলেকে রেখেই পালিয়েছেন গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

জানা গেছে, গত ৪ অক্টোবর ভোররাতে গৃহবধূকে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওইদিন সন্ধ্যায় গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির জন্য রেফার্ড করা হয়।

নিহত মৌসুমির বাবা জানান, বাচ্চা প্রসবের সময় মেয়ের জামাই ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিলো। সেই কথা কাটাকাটির জেরেই জামাই ও শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

প্রতিবেশীরা জানায়, বিয়ের পর থেকেই মৌসুমি ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি তারা সংসার না করারও ঘোষণা দেয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :