লক্ষ্মীছড়িতে বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স শপ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ১৫:৩৭| আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫:৫২
অ- অ+

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এই প্রথমবারের মত ‘ক্ষনিক স্বজ্জা’ নামে একটি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স শপ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা সদরে বেলতলী পাড়ায় ‘ক্ষণিক সজ্জা’ নামে এ বিউটি পার্লার এন্ড বুটিক্স শপটি উদ্বোধন উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী নাসরিন আক্তার নিশি।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা নন্দিতা চাকমাসহ নারী নেত্রীরা।

এ দুর্গম এলাকায় এমন একটি প্রতিষ্ঠান না থাকার কারণে এ অঞ্চলের মানুষের যেতে হতো ফটিকছড়ি কিংবা চট্টগ্রাম শহরে। নন্দিতা চাকমার উদ্যোগে চালু হওয়া ‘ক্ষনিক স্বজ্জা’ বিউটি পার্লার অ্যান্ড বুটিকস শপে নানা রকম প্রসাধনী সামগ্রী রাখা হয়েছে।

উদ্যোক্তা নন্দিতা চাকমা জানান, এখানে হেয়ার কাটিং, মেক আপ, হেয়ার পাম্প, ফেসিয়াল মেনি কিউর, পেডি কিউর, হেয়ার কালার, বউ সাজ, ব্রু প্লাগসহ সকল প্রকার রুপ চর্চার সুযোগ রয়েছে এখানে। পিছিয়ে পরা এ এলাকার মানুষের চাহিদার বিষয়টি মাথায় রেখে সেবামূলক চিন্তা থেকে লাভজনক হিসেবে না ভেবে এই প্রতিষ্ঠানটি চালু করেছি। সেবা দেওয়ার সাধ্যমত চেষ্টা করবো বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা