চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের রোগীরা পাচ্ছেন বিনামূল্যে পরিবহন সেবা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ২০:২০
অ- অ+

বন্দরনগরী চট্টগ্রামের সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতালের চট্টগ্রাম রোগী ও এটেনডেন্টদের যাতায়াতের সুবিধার্থে একটি বিশেষ পরিবহন সেবা চালু করেছে। নগরীর জিইসি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা এই সেবার আওতায় থাকবে।

শনিবার থেকে বৃহস্পতিবার প্রতি দুই ঘণ্টা পরপর সম্পূর্ণ বিনামূল্যে রোগী ও এটেনডেন্টরা এই সেবা পাবেন।

বৃহস্পতিবার এভারকেয়ার হহাসপাতালের চট্টগ্রামের এ পরিবহন সেবার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের চট্টগ্রামের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, হাসপাতালে আগত রোগী ও এটেনডেন্টদের যাতায়াতের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি করোনাকালে এভারকেয়ার হাসপাতালের সেবা কার্যক্রমে যে ভূমিকা রেখেছে- তাও প্রশংসনীয়।

এভারকেয়ার হাসপাতালের চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, রোগীদের কল্যাণে সর্বদাই আমরা সেরাটি দিতে প্রস্তুত থাকি। আমরা প্রায়ই লক্ষ্য করি, রোগী এবং রোগীর আত্মীয়-স্বজন বা বন্ধুরা হাসপাতালের আসা-যাওয়ার সময় পরিবহনজনিত সমস্যার মুখোমুখি হন। তাই তাদের সেই সমস্যা দূর করতে আমাদের এই উদ্যোগ। নগরীর জিইসি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত যেকোন রোগী এবং এটেনডেন্ট এই সুবিধা নিতে পারবেন। আশা করছি, এই পরিবহন সেবার মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা