ময়মনসিংহে সড়কে প্রাণ গেল ছয়জনের

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ১৬:০৪| আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭:২০
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।

শনিবার বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০), ও মেয়ে আজমিনা (০৮), অজ্ঞাত (৩৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উপজেলা নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছার পর রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, আহতদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা