শান্তি প্রতিষ্ঠায় মহানবীর ভূমিকা নিয়ে ঝিনাইদহে আলোচনা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৬:৫১
অ- অ+

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম।

বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল পর্যায়ের মানুষদের সচেতন করার আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা