ক্যাবল টিভি খাতকে প্রযুক্তিভিত্তিক শিল্প ঘোষণাসহ আট দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৭:৫০

ক্যাবল টিভি খাতকে প্রযুক্তিভিত্তিক শিল্প ঘোষণাসহ আট দফা দাবিতে তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানিয়ে সচিবালয়ে স্মারকলিপি দিতে যান ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের সংগঠন থেকেই খেয়ে-পরে গড়ে উঠেছে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব। অথচ তারা এখন কর্তৃত্ব দেখাতে চায়। কোয়াব কোনো প্রতিনিধিত্বশীল সংগঠন নয়। এ সময় তারা আট দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো-

১. ক্যাবল টিভি খাতে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নে ফিড অপারেটরদের অন্তর্ভুক্ত করতে হবে।

২. ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিজিটাল ক্যাবল চালুর শেষ সময়সীমা এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে হবে।

৩. ক্যাবল টিভি খাতকে প্রযুক্তিভিত্তিক শিল্প ঘোষণা করতে হবে।

৪. ফিড অপারেটরদের ব্যবসা পরিচালনায় ক্যাবল অপারেটদের সঙ্গে চুক্তি বাধ্যতামূলক করতে করতে হবে।

৫. ডিজিটালকরণের পূর্বে পে-চ্যানেলের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

৬. আন্ডারগ্রাউন্ড ক্যাবল বরাদ্দে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোকে মূল্য নির্ধারণসহ বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে।

৭. ক্যাবল অপারেটর ও ফিড অপারেটরদের জন্য ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা দিতে হবে।

৮. ক্লিনফিড বাস্তবায়নে স্থানীয় পরিবেশককে নির্দেশ দিতে হবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজদের মতামত নেয়া শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

‘সাংবাদিক আর ইউটিউবার বা ব্লগারের বিভাজন’

চতুর্থ মেয়াদে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :