রেজা-নুরের দল নিষিদ্ধের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৮| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯:১৪
অ- অ+

মঙ্গলবার আত্মপ্রকাশ করেছে ‘গণঅধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল। দলটির নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। আত্মপ্রকাশের কিছুক্ষণের মধ্যেই দলটি নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে আহ্বায়ক ও সদস্য সচিবকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধঘণ্টার জন্য রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই দাবি জানান তারা।

এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় সুস্পষ্ট প্রমাণসহ নুরুল হকের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। রেজা কিবরিয়া ও নুরুল হকের প্রত্যক্ষ মদদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে হামলা চালিয়ে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসকে উসকে দিয়েছিল। এটিসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অপরাধে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন গণঅধিকার পরিষদ এবং ছাত্র ও যুব অধিকার পরিষদকে নিষিদ্ধ করাসহ হামলার মদদদাতা রেজা কিবরিয়া ও নুরুল হক গংদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন রেজা কিবরিয়াকে ‘স্বাধীনতাবিরোধী অপশক্তির পেইড এজেন্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘সারাদেশে সাম্প্রদায়িক হামলায় রেজা কিবরিয়া ও নুরুল হকের প্রত্যক্ষ মদদ রয়েছে। ভিডিও ফুটেজে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা তাদের সংগঠনের সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে। আদর্শচ্যুত হয়ে রেজা কিবরিয়া এখন স্বাধীনতাবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে পেইড এজেন্ট হিসেবে মাঠে নেমেছে। জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন গণঅধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দোকানে যোগ দিয়ে তিনি নিজের প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছেন। সব সময় গিরগিটির মতো রং পরিবর্তন করাই রেজা কিবরিয়াদের স্বভাব।’

মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে অংশ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘রেজা কিবরিয়া ও নুরুল হকেরা দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মদদদাতা হিসেবে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন৷ রেজা কিবরিয়াদের অসৎ উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। এরা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। তাদের সাম্প্রদায়িক সংগঠন দ্রুত নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’

এর আগে সকালে রাজধানীর পুরান পল্টনের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ নামে রাজনৈতিক দল ঘোষণা করেন রেজা কিবরিয়া ও নুরুল হক নুর। ৮৩ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে রেজা কিবরিয়াকে। তিনি এর আগে গণফোমারের সাধারণ সম্পাদক ছিলেন। দলের যুগ্ম আহ্ববায়ক করা হয়েছে রাশেদ খানকে। আর নবগঠিত দলের সদস্য সচিব নুরুল হক নুর।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা