‘খরচ বাঁচাতে’ মার্চে চালু হবে ঢাবির সুইমিংপুল

রাফিউজ্জামান লাবীব, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২১, ২২:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে অবস্থিত সুইমিংপুলের কার্যক্রম চলতি নভেম্বরে চালু হওয়ার কথা থাকলেও মোটা অঙ্কের খরচ বাঁচাতে চার মাস পরে আগামী বছরের মার্চে চালু হবে।

সোমবার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো.শাহজাহান আলী।

শীতকালীন বন্ধ ও সংস্কারের কারণে নভেম্বরের পরিবর্তে মার্চে চালু হবে ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে অবস্থিত এই সুইমিংপুল। মেম্বারশিপ আহ্বান করা হবে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ দেড় বছর বন্ধ থাকায় সুইমিংপুলের দেওয়াল ও তলানির টাইলসে ফাটল ধরেছে। সুইমিংপুল শীতকালীন বন্ধ থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন মাস। শুধু নভেম্বর মাসের জন্য চালু করলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা।

টাইলসের ফাটল ধরার বিষয়ে সেখানকার দায়িত্বরত দারোয়ানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সুইমিংপুলে পানি সরবরাহ না থাকায় কড়া রোদের কারণে ফাটল ধরেছে। করোনায় কেউ না থাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে৷ এছাড়াও মাঝেমধ্যে পানি দেওয়া হতো। তবে পানি সরবরাহ থাকলে কিছুদিনের মধ্যে পানি কালো হয়ে যায়,এতে মশার বংশবিস্তার হয়, তলানিতে কাঁদা তৈরি হয় কিছুদিনের মধ্যে, ব্যাঙের ছানা হয় এবং হাই ভোল্টেজের মোটর চলে। এতে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। তাই পানি সরবারাহ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে শাহজাহান আলী ঢাকাটাইমসকে বলেন, বহুদিন বন্ধ থাকায় সুইমিংপুলের অবস্থা কিছুটা খারাপ হয়ে পড়েছে। বেশ কিছু যায়গায় ফাটল ধরেছে। এগুলোর সংস্কার করতে সময় লাগবে। আমাদের কাজ এখনো শুরু হয়নি তবে ইতোমধ্যে এটার জন্য টেন্ডার হয়ে গেছে। আশা করছি মার্চের আগে সব শেষ করতে পারবো। এছাড়াও আমাদের বার্ষিক তিনমাস শীতকালের জন্য বন্ধ থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝখানে নভেম্বরে চালু করলে টাকা খরচ হবে যা অত্যন্ত ব্যয়বহুল। তাই একেবারে শীতকালীন ছুটির পরে আগামী মার্চে চালু করা হবে। সুইমিংপুলের জন্য মেম্বারশিপ ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে আহ্বান করা হবে।

তিনি আরও বলেন, সুইমিংপুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা দিয়ে সপ্তাহে দুটো ক্লাস,বহিরাগতদের জন্য ২০১০ টাকা দিয়ে ১৬টি ক্লাস, নবায়ন করলে আরও এক হাজার টাকা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ২৬০ টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারবেন। সুইমিংপুলের বিকেলের মেম্বারদের জন্য ছয় মাস মেয়াদী মেম্বারশিপে ৮০০০ টাকা ও বার্ষিক ১২ হাজার টাকা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এখানে সবাই সাঁতার শিখতে পারবে। সাত বছর বয়স থেকে ভর্তি হওয়া যাবে। তবে অবশ্যই চার ফুট লম্বা হতে হবে। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। সাঁতার কাটার সময় ৪৫ মিনিট।

(ঢাকাটাইমস/১ নভেম্বর/আরএল)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বাবাকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান আকাশ

‘বছরব্যাপী বহু বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ বিস্তৃত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়’

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, সর্বোচ্চ ফি ৮৫০০

পূর্ণাঙ্গ কমিটি পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বাসে জাবি ছাত্রী হেনস্তা: প্রতিবাদে ১৬ বাস আটক

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বুয়েটের মতো ‘রাইজ’ গঠনের উদ্যোগ নেওয়া দরকার: কামাল চৌধুরী

বিশ্ববিদ্যালয়ে সেবার তালিকা দৃশ্যমান করার নির্দেশনা ইউজিসির

দেশের প্রথম ফারসি লিটল ম্যাগ ‘রোজনামচা’ এর মোড়ক উন্মোচন

সাত কলেজ ভর্তি পরীক্ষা: দ্বিতীয় স্থানে সোহরাওয়ার্দী কলেজের গোলাম রাব্বি

দীর্ঘ এক যুগ পর কমিটি পেল হাবিপ্রবি শাখা ছাত্রলীগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :