‘হাসান আজিজুল হক আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা হয়ে থাকবেন’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ১৭:৪৪

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও আনন্দ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এরপর ক্যাম্পাসে অনুষ্ঠিত হাসান আজিজুল হকের জানাজায় অংশ নেন তিনি।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় জ্বালিয়েছেন আলোর মশাল।’

উপাচার্য বলেন, ‘মানবসত্তার জীবনসংগ্রামকে উপজীব্য করে আলোকিত সমাজ বিনির্মাণে তিনি লেখনীর মাধ্যমে যেমন বাংলা সাহিত্যের দিগন্ত বিস্তৃত করেছেন, তেমনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, আদর্শ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এবং প্রগতিশীল বহু সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনেও তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কাছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজ চিরঋণী হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনোই পূরণ হবার নয়। এই 'আগুনপাখি' এর আলোকিত সাহিত্যকর্মের বিভিন্ন অনুষঙ্গে তিনি আমাদের মাঝে চির অমলিন হয়ে থাকবেন। তিনি আমাদের আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন।’

উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন হাসান আজিজুল হকের মরদেহ ক্যাম্পাসের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় দাফনের সিদ্ধান্ত নেয়ার মধ্যদিয়ে যে বিরল সম্মান দেখিয়েছেন সেটি অত্যন্ত যৌক্তিক এবং সঠিক।’

উপাচার্য প্রয়াত এই কথাসাহিত্যিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :