কুলিয়ারচরে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৬
অ- অ+

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিক-আপের ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব চন্দ্র দাস (৪৬) পেশায় বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী এবং ময়মনসিংহের ফুল বাড়ীয়ার মৃত্যুঞ্জয় দাসের ছেলে। বিপ্লব দুই সন্তানের জনক এবং এফএইচপিএসএমই নামে এনজিওর বাজিতপুর শাখার কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত বিপ্লব চন্দ্র দাস বি-বাড়ীয়া থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল বাজিতপুর অফিসে আসছিলেন। পরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় এলে কিশোরগঞ্জ থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে তিনি মারা যান। এসময় পিক-আপ ভ্যানের চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা